শুনিতে হংসের বানি সে নব রমনি ধনি
ছল ছল কমলিনি আখি।
“কহত তাহার রিত আমাতে আছয়ে চিত
পুন কি হেরব প্রাণসখি ।।”
হংস কহে পুন বেরি– “শুনহ কিশোরি গুরি,
কহিল তোমার নিজ পায়।
তেজিয়া তোমার লেহা কেবোল একেক দেহা
কেবোল তোমার গুণ গায়।।”
শুনিতে হংসের বোল নয়নে গলয়ে লোর
সঙরি সে শ্যামের পীরিতি।
সখির বচন সুনি রমনির শিরোমনি
অবনিতে মূরূছয় তথি।।
“কহ কহ হংসরায় হেন * মোনে ভায়
পুন কি আসিব মোর পিয়া।
দেখিব নয়ন ভরি সো পহুঁ মুরূলিধারি
সফল হইব ইহ দেহা।।
পুন বৃন্দাবন ভরি রসের বাদর করি
আর কি করিব সে সে খেলা।
শুনিঞা মুরূলিরব ধাইঞা জাইব সব
জুথে জুথে গোপিনির মেলা।।
আর কি বদনে তুলি দিব সে তাম্বুলডালি
বসনে মুছাব নিজ মুখ।
তবে সে ঘুচিব তাপ আছয়ে যতেক পাপ
তবে সে হইব মনে সুখ।।”