শুনিয়া রাধার বিনয়-বচন
কহিতে লাগিলা তায়।
“তোমার পীরিতে এ দেহ সঁপেছি
এ কথা কহিব কায়।।
তোমা না দেখিয়া আঁখির পলক
যদি না নাহিক দেখি।
দেখিলে জুড়াই না দেখিলে মরি
শুন শশধরমুখি।।”
হাসিয়া হাসিয়া নাগর রসিয়া
তুষিতে লাগল তায়।
রসাল বচনে করিয়া সেচনে
কটাক্ষ নয়নে চায়।।
“যা হল তা হল মনে না ভাবিহ
শুনহ সুন্দরী রাধা।
তোমার মরমে আমার মরমে
সদাই আছয়ে বাঁধা।।”
রমণীমাঝারে তুষিয়া নাগর
চাহিয়া সবার পানে।
এমন পীরিতি কোথাও না দেখি
চণ্ডীদাস রস ভণে।।