শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার।
সখাগণ সঙ্গে, যৈছন রঙ্গে,
তৈছন সাজ বিহার।।
সাজল শ্যাম, সুরতরণ পণ্ডিত,
করে করি কুসুম কামান।
সৌরভে ভ্রময়ে, কতহুঁ কত মধুকর,
জিতল মনমথ বাণ।
ধনি ধনি অপরূপ ছান্দে।
বেশ-বিলাস, রসময় মাধুরি,
কামিনী লোচন ফান্দে।
চুয়া চন্দন, অগুরু বিলেপন,
সংযোগ বিবিধ বিচিত্রে।
সমর শমিত কেল, বেশ করি বান্ধল,
বড়িহা চারু চরিত্রে।।
কঙ্কণ কিঙ্কিণী, ঝণঝণ রশরণি,
রতিরণ বাজন বাজে।
জ্ঞানদাস কহ, রসিক শিরোমণি
সাজল রমণী-সমাজে।।