শুনি ধনী মুরছিত ভেলি।
সোঙরি সে সুখ-রস-কেলি।।
পিয়া-গুণ ঝুরিতে ঝুরিতে।
পুলকিত ভেল হিয়া চিতে।।
পড়ল ধরণীতলে গোরী।
মুছল লোর অতি ভোরি।।
“সো পঁহু বিদগধ রায়।
মধুপুর রহল ছাপায়।।
এত কি সহিব কুলবালা।
এ অতি বিরহকি জ্বালা।।
সো নব নাগর সুজান ।
ছোঢ়ল মোহ অভিধান।।
যব ভেল কুবুজাক সঙ্গ।
তব ভেল সব সুখ ভঙ্গ।।
এ সখি তোরে বলি ব্যথা।
সাজাহ দারুণ অতি চিতা।।
এ দেহ করিব ছারখার।
কে এত সহিব জঞ্জাল।।”
চণ্ডীদাস কহে পুন বোল।
নাগর মিলব আসি কোড়।।