শুনি পহুঁ বিজয়- বেণুরব-মাধুরী
ঝর ঝর ঝরই নয়ান।
ছল করি সুন্দরি মন্দির পরিহরি
হেরইতে করল পয়ান।।
সুন্দরী ধাওল দরশন আশে।
গুরুজন-গঞ্জন- কন্টক-শঙ্কিত
অবধি রহল পথ পাশে।।
নব নব গোপ সঙ্গে যদুনন্দন
চলতহিঁ গোঠ-বিহারে।
প্রিয় বসুদাম- কন্ধ অবলম্বন
মন্থর গতি অনিবারে।।
দুর সঞে ও মুখ মণ্ডল হেরইতে
সুন্দরি পুলকিত অঙ্গ।
অনিমিখ নয়নে বয়ন ধনি হেরত
দীনবন্ধু সখি সঙ্গ।।