শুনি হংস রাধার কাহিণী।
পড়িঞা কান্দয়ে ধরণি।।
“কাহে ধনি তেজব পরাণ।
মিলব নবিন ঘনস্যাম।।
তুরিতে গমন হেন মানি।।
গোকুলে আসিব গুণমণি।।
মো সনে হইল বাক্যভাসা।
কাহে ……………।।”
শুনি হংস রাধার কাহিণী।
পড়িঞা কান্দয়ে ধরণি।।
“কাহে ধনি তেজব পরাণ।
মিলব নবিন ঘনস্যাম।।
তুরিতে গমন হেন মানি।।
গোকুলে আসিব গুণমণি।।
মো সনে হইল বাক্যভাসা।
কাহে ……………।।”