শুন শুন সুন্দরি ! আর কত সাধসি মান।
তোহারি অবধি করি নিশি দিশি ঝুরি ঝুরি
কানু ভেল বহুত নিদান।।
কি রসে ভুলাওলি ও নব নাগর
নিরবধি তোহারি ধেয়ান।
‘রাধা’ নাম কহয়ে যদি পন্থিক
শুনইতে আকুল কান।।
যো হরি হরি করি তরয়ে ভবার্ণব
গো সুত-পদ অভিলাষে।
সো হরি সতত তুয়া পদ সেবই
দারুণ মদন তরাসে।।
পুরুখ বধের হেতু তোহারি অভিলাষ
কেনা শিখাওলি নীত।
জ্ঞানদাস কহে তোহারি পিরীতি
ভাবিতে আকুল চিত।।