শুন হে সুবল ভাই নিবেদন করি।
কহিতে বাসিএ লাজ না কহিলে মরি।।
গাথিঞা চাঁপার মালা কেনে পরাইলি।
চাঁপার বরণ গোরি মনে পড়াইলি।।
জাবটে আছ এ ধনি জটিলার ঘরে।
বিষম সঙ্কট বড় কি বলিব তোরে।।
যদি মিলাইতে পার আনি কোন ছলে।
হইব তোমার দাস জনমের তরে।।
তুয়া পথ চাহিঞা রহিলাম কুঞ্জবনে।
না আইলে রসবতী মরিব জীবনে।।
শুনিঞা সুবল কত করি আশোয়াস।
জাবটে চলিল কহে দীনবন্ধু দাস।।