শ্বেত রক্ত নীল পীত আদি পুষ্প যত।
রঙ্গিয়া গোলাপ যুঁই আর বহুমত।।
নানাবিধ ফুল তুলি নিল সহচরী।
তুরিতে আইল যথা বসিয়া কিশোরী।।
ফুল সব নিরখিয়া আনন্দিত মন।
তবে রসবতী করে মালার গাঁথন।।
বিনা সূতে বনমালা বনায়ে কিশোরী।
মনোহর মালা দিল ঠোঙ্গার ভিতরি।।
হাতে হাতে মালা দিল বিশাখার পাশে।
অনুসারে দিও তার কহে জ্ঞানদাসে।।