শ্রীগুরুচরণ দুটি জিনি কল্পতরু কোটি
সে চরণ হৃদয়ে ধরিঞা।
আপনার তনু মন তাহে করি সমর্পণ
ভজ ভাই একমন হঞা।।
পীতাম্বর পরাইঞা ভক্ষ্য উপহার দিঞা
সেবা করি মনের হরিষে।
গুরুরূপা সখী সঙ্গে সখীরূপ ধরি রঙ্গে
ডগমগ রসের আবেশে।।
শ্রীগুরুচরণ আগে যাব তথি মহাভাগে
প্রবেশ করিব বৃন্দাবনে।
কালিন্দনন্দিনীকূলে কল্পতরুর মূলে
রত্নবেদী পরমমোহনে।।
তাহে রত্নসিংহাসনে বসিয়াছে দুই জনে
নটবর নটিনীর বেশে।
সৌদামিনী জলধর গোরি শ্যাম মনোহর
ঢল ঢল রসের আবেশে।।
সখিগণ চারি পাশে নিজ নিজ অভিলাষে
সেবা করে আনন্দিত মনে।
দীনবন্ধু দাস ভণে নাগর নাগরী সনে
কত দিনে দেখিব নয়নে।।