শ্রীচৈতন্য শচীসূত নিত্যানন্দ অবধূত
অদ্বৈত আচার্য্য প্রভু জয়।
পণ্ডিত শ্রীগদাধর স্বরূপ শ্রীদামোদর
জগদানন্দ রসময়।।
নরহরি ঠাকুর শ্রীবাস পণ্ডিত আর
মুকুন্দ মুরারি হরিদাস।
গৌরহরি করি দয়া পারিষগণ লৈয়া
নবদ্বীপে করিলা বিলাস।।
গোসাঞি সনাতন রূপ গৌর প্রেম রসভূপ
অবনিতে করিলা বিস্তার।
অনন্ত আচার্য্য যাইয়া গদিতে গোসাঞি হৈয়া
গোবিন্দ সেবার অধিকার।।
ভূগর্ভ গোসাঞি জীব ভট্ট রঘুনাথ যুগ
আর যত বৈষ্ণব ঠাকুর।
কাতর হইয়া অতি হরেকৃষ্ণ করে নতি
দেহ মোরে চরণের ধূর।।