সই, আর কিছু কৈয় না গো।
আমার সকলে বজর পড়ল
নন্দঘোষের পো।।
কে জানে হইবে এত পরমাদ
স্বপনে নাহিক জানি।
তবে কি তা সনে বাড়াতাম প্রেম
অখল কুলের ধনী।।
শয়নে স্বপনে আন নাহি মনে
সদা দেখি কালা কানু।
বিরহ-বেয়াধি কত দিনে যাবে
অবশ জীবন তনু।।
শুন গো সজনি হেন মনে গণি
গরল ভখিয়া মরি।
তবে ঘুচে তাপ বিষম সন্তাপ
গুপতে গুমরি মরি।।
কহে চণ্ডীদাসে কহি তুয়া পাশে
পীরিতি এমতি রীত।
কেন এত তুমি করিছ বিননি ।।
ক্ষণেক ধৈরজ চিত।।