সই, আর বা সহিব কত।
আপনা খাইনু ছাড়িতে নারিনু
হইতে নারিনু রত।।
ঝাঁপ যেই দিয়া জলেতে পশিয়া
যমুনায় থাকিব মরি।
গোঠেতে যাইতে ধেনু চরাইতে
সেখানে দেখিবে হরি।।
এখনি তখনি বচন দুখানি
পরিমাণ কিছু নয়।
কহিতে কহিতে সোণা যে বরিখে
রাঙ্গের তুলনা নয়।।
ধাউব চতুর চোর যে ছেছড়
সব যে মিছাই কয়।
তাহার অধিক দ্বিগুণ চাতুরী
টীট ঢঙ্গেতে কয়।।
এমতি নাগর গুণের সাগর
এমতি বচন তার।
এমতি বচনে করিয়া প্রণামে
কেব কোথা হৈল পার।।
চণ্ডীদাসে কয় ক্রোধী যেবা হয়
সেই না এতেক কয়।
আপনাকে বুঝি মনেতে সমুঝি
মনের মনেতে রয়।।