সই, তাহারে বলিব কি ।
এমতি করিয়া পীরিতি করিলে
বৃথায় জীবন জী।।
ধরমগণে ভয় না মানে
কেবল ডাকাতি সেহ।
বুঝিলাম মনে ডাকাতিয়া সনে
ঘুচিল ভাল যে লেহ।।
বিনি যে পরখি রূপ যে দরখি
ভুলিনু পরের বোলে।
পীরিতি করিয়া কলঙ্কী হইয়া
ডুবিনু অগাধ জলে।।
গুরুর গঞ্জন নাহি সহে মন
না জানি কিসের বসে।
অমিয়া ঘুচিয়া গরল হইল
এমতি বুঝিলু শেষে।।
আগে যদি জানি ও সব কাহিনী
এ মতি না করি মনে।
সে হেন পীরিতি হবে বিপরীতি
কে জানে এমন মনে।।
চণ্ডীদাসে কয় ধৈর্য্য ধরি রহ
কাহারে না কহ কথা।
কথা যে কহিবে বৃথাই হইবে
মনেতে পাইবে ব্যথা।।