সই, বড় পরমাদ দেখি।
কালা কানু সনে পীরিতি করিয়া
নিরবধি ঝুরে আঁখি।।
কাহারে কহিব মনের আগুন
জ্বলিয়া জ্বলিয়া উঠে।
যেমন কুঞ্জর বাউল হইলে
অঙ্কুশ ভাঙ্গিয়া ছুটে।।
কিসে নিবারিব নিবারিতে নারি
বিষম হইল লেঠা।
হেন মনে করি উচ্চৈঃস্বরে কাঁদি
তাহে গুরুজন কাঁটা।।
যাইয়া নিভৃতে বসি এক ভিতে
সদা ভাবি কালা কানু।
বিরলে বসিয়া ঝুরিতে ঝুরিতে
কবে হারাইব তনু।।
ধীবর দেখিয়া জলে যত মীন
যেমন তরাসে কাঁপে।
আমার তেমতি ঘরের বসতি
গরজি গরজি ঝাঁপে।।
ঘরে গুরুজন বলে কুবচন
যদি বা সহিতে পারি।
যাহারে লাগিয়া এতেক সহিব
সে রহে ধৈরজ ধরি।।
চণ্ডীদাসে বলে শুন বিনোদিনি
সকলি সফল মানি।
তুমি সে কালার কালিয়া তোমার
জগতে সবাই জানি।।