সই, মরিব গরল খেয়া।
কালার পীরিতি বিরহ-বেয়াধি
আমারে ঘেরিল সিয়া।।
কত না সহিবে অবলা-পরাণে
কুবচনে ভাজা দেহ।
মনের বেদনা বুঝে কোন জনা
আনে কি বুঝয়ে সেহ।।
হেন মনে করি বিষ খেয়া মরি
দূরে যাউ যত দুখ ।
অখলা রমণী কুলের কামিনী
সভার হউক সুখ।
কত বা সহিব লোকের বচন
সহিতে হইলু কালী।
হেন মনে করি এ ঘরকরণে
দিব সে আনল জ্বালি।।
চণ্ডীদাসে বলে শ্যামের পীরিতি
এমন বিষম লেহা।
পীরিতি আরতি যার উপজল
তার কি আছয়ে দেহা।।