সকল রাখাল ভোজন করিতে
হল অবসান বেলি।
নিজগৃহ যেতে ধেনুর সহিতে
দিয়া উঠে জয়তালি।।
হেন কালে কানু মনে পড়ে ধেনু
শাঙলী ধবলী কোথা।
ভোজন বিশেষ করি অভিলাষ
লইয়া চলিল তথা।
সেখানে না দেখি শাঙলী ধবলী-
“কোথা গেল দু’টি গাই।
এখানে আছিল, কোথা তা’রা গেল,
শুনহে রাখাল ভাই।।”
“আয়, আয়, আয়”- ডাকে যদুরায়
অঞ্জলি ভরিয়া দুটি।
“ধেয়ে এস বনে দেহ দরশনে
ত্বরায়ে আগল ছুটি।।”
ডাকিতে ডাকিতে না দেখি সে ভিতে
শাঙলী ধবলী গাই-
“কোন্‌ পথে গেল কিছু না জানিল
খুঁজিব কোনবা ঠাঁই।।”
বিকল হইয়া বনে বনে ধেয়া
না দেখি ধবলী গাই।
এ রস-মাধুরী ধেনু-বৎস-চুরি
দীন চণ্ডীদাস গাই।