সজনি কি কব মনের দুখ।
পিয়া পরবাসে গেল দূর দেশে
সোঙরি বিদরে বুক।।ধ্রু।।
মদন দুরন্ত সময় বসন্ত
থির নহে মঝু হিয়া।
কি করি রহিব চিত নিবারিব
পাসরিয়া সেই পিয়া।
পল গুণি গুণি না যায় দিবস
যামিনী হইল কাল।
ভুজঙ্গ সমান হায়-আভরণ
দংশয়ে মালতী-মাল।।
রাইয়ের বচন শুনি সখীগণ
পরাণ বিকল করে।
নিমানন্দ ভোরা চলিব মথুরা
আনিতে নাগর-বরে।।