সজনি ! শুনি মনে হোয়ল আনন্দ।
রাই সুধামুখী মোহে এত অনুরাগী
মিলন করহ পরবন্ধ।।
পরখে শুনলু হাম রূপে গুণে অনুপাম
তাঁহি রহল মন লাগি।
তুহুঁ সুচতুর ধনী মোহে অনুকূল জানি
যব পুন হোয় মোর ভাগি।।
ঐছে দিবস খণ হোয়ব সুলখণ
মোহে মিলবি ধনী রাই।
সো তনু পরশরে তাপ সব মেটায়ে
তব হাম জীবন পাই।।
ঐছন নাগর বচন শুনি কাতর
দিঠি ভেল ছল ছল লোর।।
কানু পরবোধি তুরিতে ধনী পাশহি
জ্ঞানদাস চলু ভোর।।