সজনী হরি যদি মীলল গেহ।
যত যত বিপদ সকল ভেল সম্পদ
জীবন পাওল দেহ।।
দারুণ কোকিল যত দুখ দেওল
কলরব-বজর-নিনাদে।
সো অব কুহু কুহু কুরু পুনু মুহু মুহু
শুনইতে লাগই সাধে।।
কুসুমিত কুঞ্জে ভ্রমরগণ গুঞ্জরু
মদন কদন করু রঙ্গে ।
মনসিজ-ভয় যত ভাগল দুর পথ
শ্যামের রস পরসঙ্গে।।
বৃন্দাবন বন গিরি গোবর্দ্ধন
সুখময় সাগর ভেল।
দীনবন্ধু বলে পুণ্যপুঞ্জ ফলে
সকল বিপদ দুর গেল।।