সবহুঁ সখীগণ চলু ঘর মাই।
নব নব রঙ্গিণি রসবতী রাই।।
মানস-সুরধুনি দু-কূল পাথার ।
কৈছনে সহচরি হোয়ব পার।।
প্রাবৃট সময়ে গরজে ঘন ঘোর।
খরতর পবন বহই তহি জোর।।
দুরহি নেহারত নাগর শ্যাম।
তরণী লেই মিলল সোই ঠাম।।
হাসি হাসি কহয়ে নাবিকবর কান ।
চঢ় সভে পারে উতারব হাম।।
শুনি সুবদনি ধনি হরষিত ভেলি।
চঢ়ল তরুণী পর সহচরি মেলি।।
নৌতুন নাবিক কছু নহি জান।
বেগেত তরণী সেই করল পয়ান।।
টুটি তরণি হেরি ভেল তরাস।
সিঞ্চয়ে পাণি কবি জ্ঞানদাস ।।