সব সখী মিলি হৈয়া কুতূহলী
আইল সুন্দরী পাশে।
রজনী কাহিনী কহ না সজনী
কহিছে মধুর-ভাষে।।
কহ কহ রসবতি।
তোমরা দু-জনে নিকুঞ্জ-কাননে
কি সুখে বঞ্চিলে রাতি।।ধ্রু।।
আমরা সকলে আছিলু বাহিরে
তোমরা মন্দির মাঝ।
কত অনুরাগে করিল সোহাগে
সে হেন রসিক-রাজ।।
তোমার বদনে শুনিব শ্রবণে
পূরিব মনের সাধা।
নিমানন্দ বোলে হয় কুতূহলে
তুরিতে কহ না রাধা।।