সভার পরাণ ধন এই নীলমণি।
তিল আধ আঁখি আড় না করিহ রাণি।।
দেখিলে গোপিনীগণ উলসিত মনে।
অঞ্জন বলিঞা পাছে পরয়ে নয়নে।।
আর এক ভয় মোর অহনিশি আছে।
চান্দ বল্যে রাহু এস্যে গরাসএ পাছে।।
নবনি জিনিঞা তনু রবির উদয়ে।
অবনি মিলাবে জানি প্রাণ কাঁপে ভয়ে।।
দীনবন্ধু দাস বলে শুন নন্দরাণি।
গলাএ গাথিঞা রাখ্য এই নীলমণি।।