সহচরি চলত খলত পদ-পঙ্কজ
অন্তরে অতিশয় সাধা।
শুভ দিন জানি (ভগবতী) মোহে উপদেশল
যতনহিঁ করব সমাধা।।
হরি হরি অপরূপ প্রেমনিবন্ধে।
বিধির ঘটনা দুহুঁ তনু তনু মীলিব
বুঝিলুঁ বচন অনুবন্ধে।।
চান্দ চকোর কমল-মধু মধুকর
ঐছন শ্যামর রাধা।
মধুরিম বাতে হাথ ধরি আনব
পূরব দুহুঁ মন-সাধা।।
অতি রস বাদর আদর দর দর
অন্তর পুলকিত দেহ।
সহচরি দীন- বন্ধু পরবেশল
রসবতি রাইক গেহ।।