সহচরি-সরস- বচন শুনি সুন্দরি
অন্তর উলসিত ভেল।
ধরি সখি আঁচর অন্তর দর দর
কত কত আদর কেল।।
সজনি কি কহলি শুভ পরিবন্ধ।
বচন-সুধারসে তনু মন সেঁচলি
ভাঙ্গল দারুণ ধন্দ।।
বিপদ-বিনাশিনি জগজন মোহিনী
তুহুঁ রসবতি চতুরাই।
রসময় নাহ বাহ ধরি আনবি
রাখবি মন্দির মাই।।
তুয়া করে জীবন যৌবন সোপলুঁ
তুহুঁ সাধবি সব কাজ।
সহচরি দীন- বন্ধু শুনি ধাওল
যাহাঁ নাগর নটরাজ।।