সহচরি সরস বচন শুনি সুন্দরি
নব নব রঙ্গিণী সাথ।
লাজহিঁ কাজ কহই নাহি পারই
সঘন ঢুলাওই মাথ।।
সুন্দরি রসবতি বালা।
নাগর দরশ পরশ রস লালসে
চলইতে উনমত ভেলা।।
লহুঁ লহুঁ হাস ভাষ মধু-মাখন
শ্যামর নব অনুরাগে।
মণিময় রতন- জড়িত শত আভরণ
পহিরই পিরীতি সোহাগে।।
আদর-বাদরে দর দর অন্তর
অবনত লাজে বয়ান।
সহচরি দীন- বন্ধু সমুঝাওত
পিরীতি-রীতি অনুপাম।।