সহজই গোরা কলেবরে।
হেরইতে আঁখি মন ঝুরে।।
তাহে কত ভাব-পরকাশ।
কে বুঝয়ে কি রস বিলাস।।
কি কহব পহুঁক চরিত।
রোদইতে উদয় পিরিত।।
পুলকয়ে প্রেম-অঙ্কুর।
প্রতি অঙ্গ সুখভরি পুর।।
মেঘ জিনি ঘন গরজন।
বরিষয়ে প্রেম বরিষণ।
পুলক রচিত সব তনু।
কিশোর কুসুম-ধনু জনু ।।
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ।।