সহজই সুন্দরী গোরী।
অভিনব কনক কিশোরী।।
বরণে উজোর সব দেশ।
কি করব অধিক সুবেশ।।
তুহুঁ অতি বিদগধ রাজ।
সাধইতে আপন কাজ।।
মাজব মুখ-অরবিন্দা ।
নিরমল শারদ চন্দা।।
অঞ্জনে রঞ্জন আঁখি।
উড়ইব খঞ্জন পাখি।।
কুচযুগ কনয় কটোর।
চন্দনে কি করু উজোর।।
পদযুগ পঙ্কজ ভান।
জ্ঞানদাস কি করু বাখান।।