সাজলি সো মৃগনয়নি রাই।
ত্রিভুবনে রূপের তুলনা নাই।।
বেণী বনায়ত বেলন ছাঁদ।
উলট কমল ফুটল আধ।।
নাসা তিলক ফুল গুল ।
কাজরে মাজল দিঠি দুকুল।।
নীল বসন কনয়া গিরি।
হিয়ার মাঝারে কনক ঝুরি।।
অঙ্গের বসন উড়িছে বায়।
ধীরে ধীরে ধীরে চলিয়া যায়।।
চঞ্চল খঞ্জনে নূপুর পায়।
জ্ঞানদাস মন রহুক তায়।।