সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি
রান্ধিলোঁ যে সুনহ কাহিনী।
আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলেঁ।
সাকে দিলোঁ কানাসোআঁ পাণী।।
রান্ধনের জুতী হারয়িলোঁ বড়ায়ি
সুণিআঁ বাঁশীর নাদে।।ধ্রু।।
নান্দের নন্দন কাহ্ন আড়বাঁশী নদে।।ধ্রু।।
যেন রএ পঞ্জরের শুআ।
তা সুণিআঁ ঘৃতে মো পরলা বুলিআঁ
ভাজিলো এ কাঁচা গুআ।।
সেইত বাঁশীর নাদ সুনিআঁ বড়ায়ি
চিত্ত মোর ভৈল আকুল।
ছোলঙ্গ চিপিআঁ নিমঝোলে খেপিলোঁ।
বিণি জলে চড়াইলোঁ চাউল।।
যমুনার তীরে কদম তরুতলে
তহি বসি কাহ্ন বাএ বাঁশে।
তাক আণিআঁ বড়ায়ি রাখহ পরাণ
গাইল বড়ু চণ্ডীদাসে।।