সে যে বৃষভানু-সুতা।
মরমে পাইয়া ব্যথা।।
সজল নয়ান হৈয়া।
রহে পথ পানে চাঞা।।
ফুল-শেজ বিছাইয়া।
রহয়ে ধেয়ানী হৈয়া।
উজর চাঁদনী রাতি।
মন্দিরে রতন-বাতি।।
কহে সব ভেল আন।
কাহে না মিলল কান।।
সকল বিফল হৈল।
আধ রজনী গেল।।
শ্যাম বঁধুয়ার পাশ।
চলু বড়ু চণ্ডীদাস।।