“সোনার বরণখানি মলিন হয়াছ তুমি
হেলিয়া পড়িছে যেন লতা।
অধর বান্ধুলী তোর নয়ান চাতক মোর
মলিন হইল তার পাতা।।
সরুয়া বসন তায় ঘামেতে ভিজিল গায়
চরণে চলিতে নার পথে।
উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায়
পশরা সাজিলে তায় মাথে।।
রাখহ পশরাখানি নিকটে বৈঠহ ধনি
শীতল চামরে করি বায়
শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি
মুখে তোর না নিঃস্বরে রায়।।”
কহে দীন চণ্ডীদাসে — “শ্যাম ধরি রাই-হাথে
বসায়ল তরুর ছায়ায়।
দধির পশরা আনি লয়া তার ছানা লুনি
আদরে বদনে দিতে চায়।।”