অথ পুুতুনা-বধ।
জায় পুতুনা রিপুর ছলে
হরস হঞা মনে।
কিসের ছটা বান্ধা ঝটা
লোটন ফুলের সনে।।
চারি পাড়্যা তাথে এড়্যা
রাঙ্গা ফুলের মালা।
সিতার সিন্দূর দেখায় মধুর
কিবা করে আলা।।
নাসার বেশর কিবা সোসর
মন-হরণী পাখা।
বিমল দশন পর‍্যা ভূষণ
তাহে জাইছে দেখা।।
নয়ান-কনে হানে বাণে
তায়ে কাজলের রেখা।
ফুলের কাছে ভ্রমর নাচে
জেমত নাড়্যা পাখা।।
কাণের সোনা নাড়ে ঘনা
তার উপরে চাকি।
হৃদঅ মাঝে কাঁচুলি সাজে
পুন পুন তা দেখি।।
গলায় সাজে কনক মালা
তাহে মুক্তাপাতি ।
মাথার বেণী ঝাপা খানি
তাহে পড়াছে গতি।।
বাহেটার হাথে শাঁখা তাহে
* কঙ্কন সাজে।
দেখি হেন রূপ রূপসী
দেবের মন মজে।।
আধ উড়নি মন-হরনি
চিত-হরণীর পারা।
দেখ্যা মদন করে মোহন
চেতন করে হারা।।
চলন গতি জেন হাসি
আধ নআনে চায়।
দেখা মদন করে বেদন
চণ্ডীদাস গায়।।