অপরূপ ভোজন রঙ্গ।
ক্ষির সর ছেনা নবনি ঘৃত মোদক
খাওত সহচর সঙ্গ।।
দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল
অংশুমান অর্জ্জুন নাম।
কিংকিণি ভদ্র- সেন বল উজ্জ্বল
তোককৃষ্ণ বসুদাম।।
কবলিত আধ আধ পুন রাখত
অতিশয় সুমধুর জানি।
ধর ধর লেহ লেহ বলি বালক
বদনে যোগাওত আনি।।
শ্যামর অধরে দেই পুন সহচর
অধরামৃত করু পান।
শ্যামর সঙ্গ রঙ্গরস কৌতুক
দীনবন্ধু করু গান।।