অবনত নয়নী না কহে কিছু বাণী।
পরশিতে তরসি ঠেলই পহুঁ পাণি।।
সুচতুর নাহ করয়ে অনুরোধ।
অভিনব রাই না মানয়ে বোধ।।
পিরিতি বচন কছু কহ যে বিশেষ।
রাইকো হৃদয়ে দেখয়ে রস-লেশ।।
পহিরণ বাস ধরল যব হাত।
তব ধনী দিব দেওল নিজ মাথ।।
রস পরসঙ্গে করয়ে বহু রঙ্গ।
নিজ পরথাব নামে দেই ভঙ্গ।।
নাহক আদর বহুত বাড়ায়।
জ্ঞানদাস কহে এত না জুয়ায়।