অবিরত বহে, নয়নক বারি,
যেন বরিখয়ে জলধার।
ও দুখ মরমে, সেই সে জানয়ে,
এমন পিরীতি যার।।
পিরীতি রতন, করিয়া যতন,
গলায় হার পরিমু।
জাতি কুল শীল, দূরে তেয়াগিয়া,
পরাণ নিছিয়া দিমু।।
সই লো পিরীতি দোসর ধাতা।
বিধির বিধান, সব করে আন,
না শুনে ধরম কথা।।
জীবনে মরণে, পিরীতি বেয়াধি
হইল যাকর সঙ্গ।
জ্ঞানদাস কহে, দোসর পিরীতি
নিতুই নূতন রঙ্গ।।