অবুধ সুনারী হেরি বর নাগর
কহইতে বাসই লাজ।
বিরহ বেয়াধি সহই নাহি পারই
অতএ লুঠই মহিমাঝ।।
সজনি জানলোঁ ধনী মনকাম।
রাইক জীবন যদি পুন রাখবি
অবহিঁ মিলাওবি শ্যাম।।
তুহুঁ চতুরাই রসিকপণ জানসি
রঙ্গিণি সঙ্গিনি মাঝ
বিদগধ নাহ বাহ ধরি আনবি
সাধবি ধনী মনকাজ।।
শুনি পহু সহচরি কত আশোয়াসল
আওল মাধব পাশ।
দীনবন্ধু সখি নাগর করে ধরি
কহতহি গদগদ ভাষ।।