আগেতে রাখিল * * ম
নামসুত্র ধরে বান্ধি।
নাম রাখে মুনি হরস হইঞা
করিঞা বহুত বিধি।।
বলরাম নাম অ * * ম
রাখিল আপন চিতে।
সিরপানি পুন উঠিল রাস্যেতে
কালিন্দিভেদন রিতে।।
আর রাম *, * লা * দ্ধ, বলি,
উঠিল একটি নাম।
নিলাম্বর আর রৌহিনে * হ *
তালাঙ্ক মুসলি রাম।।
পুন বলরা(ম) * * সে অনন্ত
অনন্ত সকতি জার।
অনন্ত ভাবিঞা এ নাম রাখিল
কত না কহিব তার।।
আগেতে কহিল বলরাম নাম
সহস্র অনন্ত নাম।
কে কহিব ইহা গনন বিস্তার
কে কহয়ে পরিণাম।।
চণ্ডিদাস কহে — “আগে বলরাম
নাম সে রাখিল মুনি।
তবে কৃষ্ণনাম রাখি অনুপাম
সাবধানে সুন তুমি।।”