“আগো বড়াই, কি দেখ কদম্বতলে !
দেখি অদভুত, নয়নে না ধরে।।
কিরূপ করিল আলো।
দেখাইয়া দিব চল।।
মেঘে উপজল চাঁদ।
না জানি কেমন ছাঁদ।।”
হাসিয়া বড়াই কহে।।
“ও মেঘ ও চাঁদ নহে।।
চাঁদ আরপিব হে।
দুই তনু একই দেহে।।
কো কহু আনন্দ ওর।
ওরা মনমথ ভেল জের।।
আজু যুগল-কিশোর।
কালিন্দী-কূলে উজোর।।
দেখ রাধা বিনোদিনী রায়।
কদম্ব-তরুর ছায়।।
দুহুঁ তনু আনন্দ-বিভোর।”
চণ্ডীদাস দেখি ওর।।