আজি অদভূত তিমির-রঙ্গ
আপনি না চিনি আপন অঙ্গ
নিরখি রাইক মন-মাতঙ্গ
অঙ্কুশ নাহি মান রি।
সাজল ধনি শ্যাম-বিহার
শিথিলীকৃত কবরি-ভার
নীলোৎপল-রচিত হার
কণ্ঠহি অনুপাম রি।।
নীল বসন সোণার গায়
মেঘে কি বিজুরি লুকিয়া যায়,
মদন-দীপ পথ দেখায়
অনুরাগ আগুয়ান রি।
পরিমল পাই ভমর কুঞ্জ
বেঢ়ল আসি চরণ-কঞ্জ
মন্দ মন্দ মধুর গুঞ্জ;
লালস মধু-পান রি।।
মুখ-মণ্ডল শশি উজোর
হেরি যাওল তহিঁ চকোর
উড়িয়া উড়িয়া পড়ত ভোর
চাহে পিযূষ-দান রি।
পথে পরমাদ হেরিয়া রাই
নীল-বসনে মুখ ছপাই
সঙ্কেত-বনে মিলল যাই
যাহাঁ নিবসই কান রি।।
রাই আগমন নিরখি কান
শীতল ভেল তপত প্রাণ
নিজ দয়িতার বাঢ়ায় মান
আদরে আগুসারি রি।
আইস আইস বলি ধরল হাথ
লহু লহু লহু পুছত বাত
শশি কহে শুন পরাণ-নাথ
আজু বড় আঁধিয়ারি রি।।