আজি শূন্য হইল মোর গোকুল নগরী।
গোকুলের রঁত্ন কৃষ্ণ যায় মধুপুরী।।
আজি শূন্য হইল মোর রসের বৃন্দাবন।
শিশু সঙ্গে কেবা আর রাখিবে গোধন।।
অনাথ হইল আজি সব ব্রজবাসী।
সব সুখ নিল বিধি দিয়া দুখরাশি।।
আর না যাইব সখী চিন্তামণি ঘরে।
আলিঙ্গন না করিব দেব গদাধরে।।
আর না দেখিব সখী সে চান্দবদন।
আর না করিব সখী সে মুখ চুম্বন।।
আর না যাইব সখী কল্পতরু মূলে।
আর কানুসঙ্গে সখী না গাঁথিব ফুলে।।