আজু কোই কুলবতি নাহি বাহিরাব।
যমুনা সিনানে কোই নাহি যাব।।
বিপতি পড়ল আজু যুবতি-সমাজ।
সখাগণ সঙ্গে খেলই যুবরাজ।।
পন্থহি পন্থ ঘেরল চহুঁ ওর।
সব ব্রজ বালক তাহে আগোর।।
বটু সূবল দুহুঁ ভেল এক ঠাম।
যূথহি যূথ কয়ল নিরমাণ।।
ভরি পিচকারি লেই সভে হাত।
ঘন বরিখণ জনু পড়তহিঁ মাথ।।
আবিরে না হেরিয়ে দীগ বিদিগ।
রঙ্গে বসন বহি যাওত ভীগ।।
কহ গোবর্দ্ধন রহ গৃহ মাহ।
কোই জনি মন্দির ছোড়ি বাহিরাহ।।