আজ নিশা কালে রে সাম, আজ নিশা কালে
আমারে ছাড়িয়া কালা কার কুঞ্জে রহিলে। ধু
মমের বাতি সারা রাত্রি, জুড় পালঙ্গে জ্বলে
দয়াগুণে প্রাণ বন্ধু আইস রাধার কুলে।
চুয়া চন্দন, করিয়া যতন, রাখিয়াছি বুতলে,
গাথিয়া বনফুলের মালা দিতাম তুমার গলে।
আরসি পড়সি লোক, প্রভাতে জাগিলে,
ছাপাইয়া রাখিমু বন্ধু নিরালা মহলে।
পাগল আরকুম বলে, শিশুকালে প্রেম না করিলে,
না আসিব প্রাণ বন্ধু রাত্রি নিশাকালে।