আনন্দে জসদা জুগিরে লইআ
চলিল মন্দির পানে।
জয় জয় ধ্বনি করি শূলপাণি
জাএন আপন মনে।।
* * * নন্দন খেলাঅে
কর পদ দুটি নাড়ি।
দেখি মহাদেব হরস বদনে
শিঙ্গা শবদ এড়ি।।
দেখি সন * * * * * রণ
ভূকুটি করিআ নাচে।
দেখিআ নর্ত্তন নন্দের নন্দন
মুচকী হাসিলা কাছে।।
জানি * * * * সে হরি
আল্যা সে কৈলাস ছাড়ি ।
আমারে দেখিতে আসি এই ভিতে
মনেতে আ * *।।
ভূকুটি নাচনে দেখিআ নয়ানে
দেবের ইশ্বর হরি।
উলসিত হএ হিয়ার ভিতরে
মনেতে জানিলু * ।।
* * গিলা জগিরে দেখিআ
এ কথা না জানে কেহ।
দুঁহে দোঁহা জানে দুঁহার মরম
বালক জানিল [এহ]।।
* * ন্দনা পাইঞা বেদনা
সেই জগি নিল কোলে।
শ্রীঅঙ্গ-পরশ পাঞা সেই জগি
ডুবিল আনন্দ * *।।
* * আকুল নঅন জুগল
খেনে বোধ নাহি মনে।
এ সব মাধুরী কেহো নাহি জানি
দিন চণ্ডিদাস ভণে।।