আন ছলা করি জলেরে যাই।
সো নব কিশোরী বরজ রাই।।
কনক গাগরী লইয়া কাঁখে।
ঐছন চলল যমুনা-মুখে।।
চলিতে না পারে সুখের সরে।
যেন রসভরে খসিয়া পড়ে।।
পুলক না মানে সকল তনু।
উথলি উথলি চলত দুনু।।
হেরল নাগর তরুয়া মূলে।
দুহে দুহা ভেল কটাক্ষ হেলে।।
বঙ্কিম নয়নে নয়নে মেল।
রসপর কথা দুজনে ভেল।।
সঙ্কেত করল কদম্ব-বনে।
এখানে থাকিব মনের সনে।।
ঐছন যুগতি করিয়া সারা ।–
“নারী বেশ ধর তেমতি পারা।।
লইবে কটোরা পূরিত করি।
তৈল হলদি লইবে হরি।।
গুপতে গমন করিবে ভালে।
যেমত কোজন দেখিতে নারে।।”
এই সঙ্কেত করল রাই।
যমুনার জল লইয়া যাই।।
নবীন কিশোরী চলল ঘরে।
চণ্ডীদাস দেখে আখের পরে।।