আপনা খাইলুঁ সোনা কিনি[তে] দিলুঁ
ভূষণে ভূষিব দেহ।
সোনা সে নহিল পিতল হইল
এমতি কানুর লেহ ।
সই, মদন-সোনার না চিনে সোনা।
সোনা যে বলিয়া পিতল আনিয়া
গড়ি দিল যে গহনা ।।ধ্রু।।
পীরিতি ভাঙ্গিতে ঝলকে দেখিতে
হাসয়ে সকল লোকে।
ধন সব গেল কাজ না হইল
শেল যে লাগিল বুকে।।
যেমতি যে মতি তেমতি সে গতি
ভাবিয়া দেখিলুঁ চিতে।
খলের কথায় পাথারে সাঁতারি
উঠিতে নারিলুঁ ভিতে।।
অভাগিয়া জনে ভাগ্য নাহি মানে
না পূরেয়ে সব সাধ।
খাইতে নাই ঘরে সাধ বহু করে
বিধি করে অনুবাদ।।
চণ্ডীদাসে কয় বাশুলী-কৃপায়
আর নিবেদিব কায়।
তবু ত পীরিতি নাহি পায় যদি
পরাণে মরিয়া যায়।।