আমার পিয়ার কথা কি কহিব সই।
যে হয় তাহার চিতে স্বতন্তরী নই।।
তাহার গলার ফুলের মালা
আমার গলায় দিল।
তাহার মত মোরে করি
সে মোর মত হইল।।
তুমি সে আমার প্রাণের অধিক
তেঞি সে তোমারে কহি।
এ যে কাজ কহিতে লাজ
আপন মনেই রহি।।
তাহার প্রেমের বশ হৈয়া
যে কহে তাহাই করি।
চণ্ডীদাস কহয়ে ভাষ
বালাই লইয়া মরি।।