“আরে মোর বাছনি কানাই।
এ বেশে সাজিলা কোন ঠাঁই।।
এ নব বরণ তনুখানি ।
আতপে মিলায়ে হেন জানি।।
যখন যাইতে দূর বন।
রবিরে করিনু সমর্পণ।।
বন-দেবে পুজিথু হেথাই।
ভাল রাখ কানাই বলাই।।
পবনে মিনতি বহু সাধি।
মন্দ মন্দ বাতাস সুসাধি।।
দিনমণি না জানি কি করে ।
পাছে নাহি অঙ্গে ছায়া ধরে।।
অগোচর গোচর না হয়।
সেই সে বাসিয়ে মনে ভয়।।
নয়ন ভরিয়া দেখ আগে।
বদন চুম্বন কর ভাগে।।
তবে কর যে আছে উচিতে ।
গোপালেরে নারিল রাখিতে ।।”
চণ্ডীদাস ধূলায় লোটায়
এত কি সহিতে পারে মায়।।