আরে সখি কবে হাম সো ব্রজে যায়ব।
কবে পিতা নন্দ যশোদা মায়ের স্থানে
ক্ষীর সর মাখন খায়ব।।
কবে প্রিয় ধবলী শাঙলী সুরভি সব
সখা সঙ্গে দোহি দোহায়ব।
কবে প্রিয় শ্রীদাম সুবল সখা মেলি
কাননে ধেনু চরায়ব।।
কবে যমুনা তীরে নীপ তরু মূলে
মোহন বেণু বাজায়ব।
কবে বৃষভানু কিশোরি গোরি সঞে
কুঞ্জহি রাসবিহারব।।
কবে ললিতা আদি রাইক প্রিয় সখি
আবেশে কোর পর লায়ব।
কহে কবিরঞ্জন ঐছন শুভদিন
রাইক মান মানায়ব।।