আলীকুল জাগল অলিকুল গানে।
চমকি চাহই দিগ চকিত নয়ানে।।
চঞ্চল চিত অতি চললি নিকুঞ্জে।
সুখদ শেজ তহিঁ সুকুসুম পুঞ্জে।।
বিগলিত কুন্তল বিগলিত বাস।
হেরি হেরি সহচরি করু পরিহাস।।
জাগ জাগ সুন্দরি সুন্দর কান।
দশদিশ নিরমল ভেল বিহান।।
জাগল দুহুঁজন রহল বিভোর।
নয়ন না মেলই তনু তনু জোড়।।
সখিগণে তৈখনে করু অনুমান।
কপট কোটি কত করত ভিয়ান।।
দুহুঁ মেলি উঠলি অতি ভয় পাই।
হাসি হাসি শেখর দ্বার খসাই।।